যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট, আল্লাহ তাকে তুষ্টি দান করেন। আর যার চাহিদা অসীম, তার হৃদয় কখনো প্রশান্ত হয় না।”
❝সাধারণ জীবনে ধৈর্য ও কৃতজ্ঞতা আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়।

বৃষ্টি ভেজা এক বৃহস্পতিবার
বৃষ্টি ভেজা এক বৃহস্পতিবার, রাতটা যেন কোনো মৃত আত্মার শোকপাঠ। আকাশ তার সব কথা হারিয়ে শুধু চোখের জল ফেলে— আর শহরের সব বাতি নিভে যায় এক অলিখিত শূন্যতার আহ্বানে। এই রাতটা





