দুঃসময়ে পাশে থাকা বন্ধুরা — জীবন নামক যুদ্ধে নিরব সৈনিক
সবাই আনন্দে সাথ দেয়, কিন্তু দুঃখে ক’জন?
যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নেয়,
যখন শব্দগুলোও বোবা হয়ে যায়—
ঠিক তখনই যাদের কাঁধে মাথা রেখে চুপ করে কাঁদা যায়,
তাদেরই বলে “আসল বন্ধু”।
এরা থাকে না লাইমলাইটে,
স্ট্যাটাস বা ছবি দিয়ে বন্ধুত্ব দেখায় না—
তবে যখন রাত জেগে কেউ পাশে বসে চায়ের কাপ হাতে বলে,
“ভয় পেয়ো না, তুই একা না”—
তখন বোঝা যায়, সম্পর্ক নয়, আত্মা জুড়ে থাকা কিছু মানুষই বন্ধু।
এদের জন্য আলাদা কোনো দিন লাগে না।
কারণ, এরা তো প্রতিদিনই প্রমাণ করে—
বন্ধুত্ব মানে শুধু হাসির সময় পাশে থাকা নয়,
বন্ধুত্ব মানে কান্নারও ভাগীদার হওয়া।
—মিসবাহ কাদেরী






