মুখে সবসময় এক চিলতে হাসি, যেন দুনিয়ার সব ঠিকঠাক চলছে। কেউ দেখে না চোখের ক্লান্তি, কেউ বোঝে না বুকের ভেতরের ঝড়। প্রতিদিন হাসতে হয়, যেন কিছুই হয়নি—জীবনের নিয়মে অভ্যস্ত মুখোশ পরে চলা। অথচ ভিতরে জমে আছে এক সমুদ্র পরিমাণ কষ্ট, যেটা শব্দ পায় না, ভাষা খোঁজে না। শুধু নিঃশব্দে দহনে পুড়ে যায় মন, আর হাসির আড়ালে লুকিয়ে যায় বাস্তব অনুভব







