আর তোমার রবের রহমত পাওয়ার আশায় তুমি নম্রতা ও বিনয় বজায় রাখো। নিশ্চয়ই আল্লাহ দয়ালু এবং বিনয়ীদের ভালোবাসেন।”
❝বিনয়ী হওয়া মানুষের জন্য শুধু নয়, এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি গুণ

বৃষ্টি ভেজা এক বৃহস্পতিবার
বৃষ্টি ভেজা এক বৃহস্পতিবার, রাতটা যেন কোনো মৃত আত্মার শোকপাঠ। আকাশ তার সব কথা হারিয়ে শুধু চোখের জল ফেলে— আর শহরের সব বাতি নিভে যায় এক অলিখিত শূন্যতার আহ্বানে। এই রাতটা





