- কিছু দুঃখ একান্তই ব্যক্তিগত
✍️ মিসবাহ কাদেরী
জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু অনুভূতি থাকে, যেগুলো কারো সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। কিছু কথা থাকে, যেগুলো বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না।
আর কিছু দুঃখ থাকে—যা একান্তই ব্যক্তিগত।এই দুঃখের নেই কোনো শব্দ, নেই কোনো শ্রোতা।
এরা একা থাকে, নিঃশব্দে বুকের ভেতর বসে থাকে।
তখন মানুষ হাসে, কথা বলে, কাজ করে—কিন্তু তার ভিতরে গোপনে এক পৃথিবী কাঁদে।এই দুঃখগুলো কাউকে বলা যায় না, কারণ কেউ বুঝবেও না।
জীবনের কোনো এক অলক্ষ্য কোণে এরা জমা হয়—
সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ক্ষয়ে যায়,
কিন্তু স্মৃতিতে রেখে যায় অমোচনীয় ছাপ।হয়তো এটাও একধরনের সাহস—
সবকিছু না বলে বাঁচার সাহস।
চুপ থেকে চোখে জল লুকিয়ে রাখার শক্তি।
নিজের হৃদয়ের সঙ্গে বোঝাপড়ার নামই হয়তো পরিণত হওয়া।কারণ সব দুঃখ সবার জন্য নয়—
কিছু দুঃখ একান্তই ব্যক্তিগত।
Misbah Qaderi






