আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার: ৫৩)
❝জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেন, তা-ই সর্বোত্তম।

বৃষ্টি ভেজা এক বৃহস্পতিবার
বৃষ্টি ভেজা এক বৃহস্পতিবার, রাতটা যেন কোনো মৃত আত্মার শোকপাঠ। আকাশ তার সব কথা হারিয়ে শুধু চোখের জল ফেলে— আর শহরের সব বাতি নিভে যায় এক অলিখিত শূন্যতার আহ্বানে। এই রাতটা





